তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যু ১২

তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী চারটি নৌকা ডুবির ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরো ১২ জন।

এসব নৌকায় আফ্রিকার ১২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করছিল তারা।

আজ রবিবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিউনিসিয়ার কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানিয়েছে, স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক নাগরিক দেশটির এই উপকূল ব্যবহার করে ইউরোপে পালানোর চেষ্টা করে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, উপকূল থেকে গত বছর দুই হাজার অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীকে আটক করা হয়। ২০২১ সালে সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাতে সক্ষম হয় ১৫ হাজার অভিবাসনপ্রত্যাসী।

সম্প্রতি দেশটির উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডুবির ঘটনা বেড়েছে। এতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। তিউনিসিয়া ও লিবিয়ার সীমান্ত ব্যবহার করে ইতালি যাওয়ার প্রবণতাও বাড়ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //